গত ১৬ই এপ্রিল, ২০১৯ খ্রিঃ তারিখে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ের উপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমিশনের প্রাক্তন সহকারী পরিচালক (প্রশাসন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যন এবং সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার। সভায় অংশগ্রহন করেন - বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ফুলগাজী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস