আমাদের দেশ হতে প্রতিদিন অসংখ্য লোক বিদেশে ওয়ার্কপারমিট নিয়ে চাকুরিতে যাচ্ছে। যারা বিদেশে চাকুরী নিয়ে যাচ্ছেন তার বিরাট একটা অংশ গ্রামের। গ্রামের নিরিহ মানুষের প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় সুযোগ নিচ্ছে আমাদের দেশেরই কিছু অসাধু আদম ব্যবসায়ী। এই দু’দিন আগের কথা আমার পাশের বাড়ির একটা ছেলে নিজের ভিটে মাটি বিক্রি করে দালালের হাতে তুলে দেয় সাড়ে পাচলক্ষ টাকা সাইপ্রাস নিবে বলে । বেচারাকে মালেশিয়া নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এমনি করে প্রতিদিন কত মানুষযে প্রতারণার শিকার হচ্ছে তার কোন হিসাব নেই। আজ আমি আপনাদের ষ্টেপ বাই ষ্টেপ দেখাব কিভাবে সিঙ্গাপুরের ওয়ার্কমিট, আই.পি, জাল, আসল, ভিসা চেক কারতে হয়।
প্রথমেই আপনি এখানে ক্লিক করুন।
পেজটি ওপেন হলে মার্ক করা স্থানে I Agree তে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
এই পেজের বামদিকে দেখুন Work permit validity/application status যা ছবিতে মার্ক করে দেখানো হয়েছে। আরেকটি পেজে রি-ডাইরেক্ট হবে।
এখানে আপনি passport সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট হোল্ডারের নাম লিখে Next চাপুন। নতুন পেজে রি-ডাইরেক্ট হবে।
এখানে আপনাকে ৪টি অপশনের যে কোন একটি বেছে নিয়ে ফিলাপ করতে হবে। আপনি সবচেয়ে সহজ অপশনটাই বেছে নিন। আপনি ৩নম্বর অপশনটা বেছে নিয়ে ফিলাপ করে সাবমিট করুন। পেজ রি-ডাইরেক্ট হয়ে আপনার রেজাল্ট দেখাবে।
দুবাই ভিসা কিভাবে চেক করবেন :
বর্তমানেআমাদের দেশ হতে প্রচুর লোক দুবাই যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে টাকা জমাদিয়ে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন । যেমন আপনার ভিসা হয়ে গেছে বলেটাকার জন্য চাপ প্রয়োগ করা বা জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া। এসবপ্রতারকদের প্রতারণা হতে একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারি। আপনার ভিসাহয়েছে বলে যে পেপারটি আপনাকে ধরিয়ে দিল তা আপনি ঘরে বসেই যাচাই করে নিনসেটা আসল না নকল। তো আসুন দেখে নেই কিভাবে দুবাইর ভিসা চেক করবঃ ক্লিক করুন।
পেজটি ওপেন হওয়ার পরে নীচের ছবিতে দেখানো
বটনে ক্লিক করুন।
উপরেরছবিতে দেখানো ছকগুলো পুরণ করুন, ড্রপডাউন ম্যানু হতে আপনার কান্ট্রিসিলেক্ট করুন। মোবাইল নাম্বার না দিলেও হবে। নেক্সট ক্লিক করুন।
লাল গোল চিহ্নিত ঘরে পাশপোর্ট নম্বর লিখুন। মনে রাখবেন শুধুমাত্র ইংরেজিতেলিখবেন। এবার তীর চিহ্নিত Submit ঘরে ক্লিক করুন। নতুন পেজ আসা পর্যন্তঅপেক্ষা করুন।
কোনরূপ ভিসা পেয়ে থাকলে সেই ইনফরমেশন (Information) পেয়ে যাবেন। আর যদি ঐপাশপোর্টে লিবিয়ার ভিসা না হয়ে থাকে তবে এমন একটি পেজ আসবে। চিত্রেরদিকে লক্ষ্য করুন।
আশাকরি যারা মোটামুটি নেট সম্পর্কে ধারনা রাখে তাদের এই বিষয় টি বুঝতে তেমন কোন অনুবিধা হবে না। আর যদি একান্তই না পারেন তবে আমার সাথে যোগাযোগ করবেন। তবে আমাকে জানানোর আগে নিজে নিজে চেষ্টা করে দেখুন। আশাকরি সফল হবেন। কারন