Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অন-লাইনে ভিসা চেকিং

ভিসা চেকিং

সিঙ্গাপুরের ভিসা
আমাদের দেশ হতে প্রতিদিন অসংখ্য লোক বিদেশে ওয়ার্কপারমিট নিয়ে চাকুরিতে যাচ্ছে। যারা বিদেশে চাকুরী নিয়ে যাচ্ছেন তার বিরাট একটা অংশ গ্রামের। গ্রামের নিরিহ মানুষের প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় সুযোগ নিচ্ছে আমাদের দেশেরই কিছু অসাধু আদম ব্যবসায়ী। এই দু’দিন আগের কথা আমার পাশের বাড়ির একটা ছেলে নিজের ভিটে মাটি বিক্রি করে দালালের হাতে তুলে দেয় সাড়ে পাচলক্ষ টাকা সাইপ্রাস নিবে বলে । বেচারাকে মালেশিয়া নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এমনি করে প্রতিদিন কত মানুষযে প্রতারণার শিকার হচ্ছে তার কোন হিসাব নেই। আজ আমি আপনাদের ষ্টেপ বাই ষ্টেপ দেখাব কিভাবে সিঙ্গাপুরের ওয়ার্কমিট, আই.পি, জাল, আসল, ভিসা চেক কারতে হয়।
 

প্রথমেই আপনি এখানে ক্লিক করুন।
 

 পেজটি ওপেন হলে মার্ক করা স্থানে I Agree তে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
 

 এই পেজের বামদিকে দেখুন Work permit validity/application status যা ছবিতে মার্ক করে দেখানো হয়েছে। আরেকটি পেজে রি-ডাইরেক্ট হবে। 
 

 এখানে আপনি passport সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট হোল্ডারের নাম লিখে Next চাপুন। নতুন পেজে রি-ডাইরেক্ট হবে।
 

 এখানে আপনাকে ৪টি অপশনের যে কোন একটি বেছে নিয়ে ফিলাপ করতে হবে। আপনি সবচেয়ে সহজ অপশনটাই বেছে নিন। আপনি ৩নম্বর অপশনটা বেছে নিয়ে ফিলাপ করে সাবমিট করুন। পেজ রি-ডাইরেক্ট হয়ে আপনার রেজাল্ট দেখাবে।
 
 দুবাই ভিসা কিভাবে চেক করবেন :


বর্তমানেআমাদের দেশ হতে প্রচুর লোক দুবাই যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে টাকা জমাদিয়ে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন । যেমন আপনার ভিসা হয়ে গেছে বলেটাকার জন্য চাপ প্রয়োগ করা বা জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া। এসবপ্রতারকদের প্রতারণা হতে একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারি। আপনার ভিসাহয়েছে বলে যে পেপারটি আপনাকে ধরিয়ে দিল তা আপনি ঘরে বসেই যাচাই করে নিনসেটা আসল না নকল। তো আসুন দেখে নেই কিভাবে দুবাইর ভিসা চেক করবঃ ক্লিক করুন। 
  পেজটি ওপেন হওয়ার পরে নীচের ছবিতে দেখানো 
 


বটনে ক্লিক করুন।

 

 

NO সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
নতুন আরেকটি পেজ আসবে।


 

উপরেরছবিতে দেখানো ছকগুলো পুরণ করুন, ড্রপডাউন ম্যানু হতে আপনার কান্ট্রিসিলেক্ট করুন। মোবাইল নাম্বার না দিলেও হবে। নেক্সট ক্লিক করুন।

 

দেখুন নীচের ছবির মত আপনার যাবতী তথ্য চলে আসছে।
 
 
 
 লিবিয়ার ভিসা চেক করার জন্য এখানে ক্লিক করুন ।

 

এখন মূলপাতার দিকে লক্ষ্য করুন।
 
চিত্র- ১
লাল গোল চিহ্নিত ঘরে পাশপোর্ট নম্বর লিখুন। মনে রাখবেন শুধুমাত্র ইংরেজিতেলিখবেন। এবার তীর চিহ্নিত Submit ঘরে ক্লিক করুন। নতুন পেজ আসা পর্যন্তঅপেক্ষা করুন।
কোনরূপ ভিসা পেয়ে থাকলে সেই ইনফরমেশন (Information) পেয়ে যাবেন। আর যদি ঐপাশপোর্টে লিবিয়ার ভিসা না হয়ে থাকে তবে এমন একটি পেজ আসবে। চিত্রেরদিকে লক্ষ্য করুন।
 
 
 
চিত্র-২
 
আশাকরি যারা মোটামুটি নেট সম্পর্কে ধারনা রাখে তাদের এই বিষয় টি বুঝতে তেমন কোন অনুবিধা হবে না। আর যদি একান্তই না পারেন তবে আমার সাথে যোগাযোগ করবেন। তবে আমাকে জানানোর আগে নিজে নিজে চেষ্টা করে দেখুন। আশাকরি সফল হবেন। কারন
 

ভিসা চেক করার লিংক

 
তানজানিয়াwww.tanzania.go.tz
২ । কাতার  http://www.moi.gov.qa/site/english
৩ । কুয়েতwww.moi.gov.kw
৪ । পাকিস্তানhttp://www.moitt.gov.pk/
৫ । সৌদিআরবhttp://www.moi.gov.sa
৬ । দুবাই/আরবআমিরাতwww.moi.gov.ae
মিশর  http://www.moiegypt.gov.eg/english/
৮ । বাংলাদেশwww.moi.gov.bd
৯ । সাইপ্রাসhttp://moi.gov.cy/
১০ । নেপালhttp://www.moic.gov.np/
১১ । আলবেনিয়াhttp://www.moi.gov.al/
১২ । জামবিয়াhttp://www.moi.gov.gm/
১৩ । জর্দানhttp://www.moi.gov.jo/
১৪ । ইন্ডিয়াhttp://labour.nic.in/
১৫ । কেনিয়াwww.labour.go.ke/
১৬ ইটালীhttp://www.labour.gov.on.ca/english
১৭ সিংগাপুরwww.mom.gov.sg/
১৮ গ্রীসhttp://www.mddsz.gov.si/en
১৯ শ্রীলংকাhttp://www.labourdept.gov.lk/
২০ দক্ষিণ আফ্রিকাwww.labour.gov.za/
২১ ইরানhttp://www.irimlsa.ir/en
২২ গানাhttp://www.ghana.gov.gh
২৩ তাইল্যান্ডwww.mfa.go.th
২৪ বাহরাইনwww.mol.gov.bh
২৫ ভূটানwww.molhr.gov.bt/
২৬ কলমবিয়াwww.labour.gov.bc.ca/esb/  www.gov.bc.ca/citz
২৭ কানাডাwww.labour.gov.on.ca/english/ www.cic.gc.ca
২৮ বারবাডোসwww.labour.gov.bb/
২৯ কোরিয়াwww.moel.go.kr/english
৩০ জাপানwww.mhlw.go.jp/english/
৩১ । সাইপ্রাস http://www.mfa.gov.cy
৩২ । ভিয়েতনাম  english.molisa.gov.vn/
৩৩ নিউজিল্যান্ডwww.dol.govt.nz/
৩৪ নামিবিয়াwww.mol.gov.na/
৩৫ মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬ মায়ানমারwww.mol.gov.mm/
৩৭ লেবাননhttp://www.labor.gov.lb/
৩৮ পোল্যান্ডwww.mpips.gov.pl/en
৩৯ ইংল্যান্ডwww.ukba.homeoffice.gov.uk
৪০ । বুলগেরিয়াhttp://www.mlsp.government.bg/en
৪১ আমেরিকাwww.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২ স্পেনwww.mtin.es/en
৪৩ ইউক্রেইনhttp://www.mlsp.gov.ua
৪৪ উগান্ডাhttp://www.mglsd.go.ug
৪৫ পেলেস্তাইনwww.mol.gov.ps/
৪৬ ব্রুনাইhttp://www.labour.gov.bn/
৪৭ ইয়ামেনhttp://www.dol.gov/
৪৮ নেদারল্যান্ডhttp://english.szw.nl/
৪৯ জামবিয়াwww.mlss.gov.zm
৫০ অষ্ট্রেলিয়াhttp://www.workplace.gov.au/
৫১ জিমবাবুয়েhttp://www.dol.gov
৫২ ফিলিফাইনwww.dole.gov.ph/
৫৩ মালয়েশিয়াwww.mohr.gov.my
৫৪ রাশিয়াhttp://www.labour.gov.on.ca
৫৫ ভারতীয় ভিসা আবেদন :১। http://www.indianvisaonline.gov.in/visa/
৫৭। কানাডা :http://www.cic.gc.ca/english/index.asp

৫৯। ওমানেরভিসা: http://www.rop.gov.om

৬০। আবুধাবী ( দুবাই), http://www.mol.gov.
৬১ ।বাহরাইনhttp://www.markosweb.com/www/mol.gov.sa/=
৬২। সৌদিআরব, http://www.labour.gov.on.ca/english/=  
৬৩। কানাডা, http://www.mol.gov.hu= হাঙ্গেরী
৬৪। সংযুক্ত আরবআমিরাত :http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
৬৬। U.A.E ভিসাচেক করার লিঙ্ক হল —– http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
 http://www.mol.gov.ae/indexEng.aspx
http://www.mol.gov.bh/mol/default.aspx
http://www.markosweb.com/www/mol.gov.sa
http://www.labour.gov.on.ca/english
http://www.mol.gov.hu
৬৭ । সিঙ্গাপুরেরভিসা চেক দিতে চাইলে এই লিঙ্ক টি ব্যবহার করতে পারেন। লিঙ্কটি হলhttps://wponline.mom.gov.sg/WPOLLoginController?action=WPOLLoginAct... .
http://ednrd.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_...
৬৮। অথবা Entry Permit চেককরার জন্যhttp://www.moi.gov.ae
 
(বি:দ্র:- যদি কোন লিংক কাজ না করে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ যেকোন ওয়েব সাইটের লিংক যে কোন সময় পরিবর্তন হতে পারে।)
 
মোঃ নজরুল ইসলাম (রাসেল)
টেকনিশিয়ান
ফুলগাজী উপজেলা
ফুলগাজী, ফেনী।
মোবাইল- 01814-123123