ফুলগাজী একটি নবসৃষ্ট উপজেলা। পরশুরাম উপজেলার ৬টি(ফুলগাজী, আমজাদ হাট, জিএম হাট, আনন্দপুর, দরবারপুর, মুন্সীরহাট) নিয়ে ফুলগাজী উপজেলা গঠিত। গত ০২-০৬-২০০২ তারিখের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা উপজেলাটি গেজেট ভুক্ত হয়। যাহার স্মারক নং উজে-২/১সি-৩/২০০২/২০১, ২৭-০৩-২০০২ তারিখে অনুষ্ঠিত নিকার বৈঠকে পরশুরাম উপজেলার ৬টি ইউনিয়ন(ফুলগাজী, আমজাদ হাট, জিএম হাট, আনন্দপুর, দরবারপুর, মুন্সীরহাট) করতন করে উহাদের সম্বনয়ে ফুলগাজী উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ০৫-১১-২০০২ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক শূভউদ্বোধন ঘোষনা করা হয়। কথিত আছে অত্র ত্রলাকার জনৈক ফুলগাজী মজুমদার নামীয় একজন গুনী ব্যাক্তির নামে ফুলগাজী নামক স্থানের নামের প্রেক্ষিতে ফুলগাজী উপজেলা নামকরন করা হয়। উপজেলাটির পশ্চিমে ভারতের ত্রিপুরা সীমান্ত দুরত্ব ৫.৫০ কিঃ মিঃ প্রায়, উত্তরে পরশুরাম উপজেলা, দক্ষিণে ফেনী সদর উপজেলা এবং পূবে ভারতের ত্রিপুরা সীমান্ত দুরত্ব ৮.৫০ কিঃ মিঃ প্রায়। বহু রাজনীতিবিদ ও সরকারী উধ্বতন কমকতা, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তির জন্মস্থান এই ফুলগাজী উপজেলায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS